বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বড় উদ্যোগ নিয়েছে চীন। দেশটি ভিসামুক্ত অবস্থানের সময়সীমা বাড়িয়ে ১০ দিন বা ১৪০ ঘণ্টা করেছে, যা আগের তুলনায় প্রায় তিনগুণ বেশি। চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ইমিগ্রেশন এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে পর্যটকরা কোনো ভিসা ছাড়াই চীনে অবস্থান করতে পারবেন। খবর সিএনএনের।
এর আগে, চীনে ভিসামুক্ত অবস্থানের সময়সীমা ছিল ৭২ ঘণ্টা (৩ দিন) বা ১৪৪ ঘণ্টা (৬ দিন)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সময় ১৪০ ঘণ্টা (১০ দিন) করা হয়েছে। চীনের এ পদক্ষেপ পর্যটক ও ব্যবসায়ীদের আরও বেশি করে চীন ভ্রমণে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে। এতে দেশটির পর্যটন খাত এবং অর্থনীতির উন্নয়ন ঘটবে বলে আশা করছে দেশটির সরকার।
এই সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল, কানাডাসহ ৫৪টি দেশের নাগরিকরা চীনে ভ্রমণ করতে পারবেন। ভিসামুক্ত ভ্রমণ সুবিধা নিতে হলে পর্যটকদের চীনের ২৪টি প্রদেশ এবং ৬০টি আন্তর্জাতিক বন্দর দিয়ে প্রবেশ করতে হবে। তবে, এটি কেবল তখনই প্রযোজ্য যখন পর্যটকরা তৃতীয় কোনো দেশ বা অঞ্চলে ট্রানজিট হিসেবে চীনে অবস্থান করবেন।
যে যে অঞ্চলে এই সুবিধা প্রযোজ্যঃ
বেইজিং, সাংহাই, চেংডু, গুয়াংজুর মতো চীনের প্রধান পর্যটন অঞ্চলগুলো এই ভিসামুক্ত নীতির আওতায় পড়ছে। তবে তিব্বত এবং জিনজিয়াং অঞ্চলে প্রবেশ করতে হলে অতিরিক্ত অনুমতি নিতে হবে। এসব অঞ্চল বিশেষ নিরাপত্তা ও প্রশাসনিক কারণে নিয়ন্ত্রিত।
হংকং ও ম্যাকাও এই সুবিধার বাইরে আরও দীর্ঘ মেয়াদের ভিসামুক্ত ট্রানজিট সুবিধা দিচ্ছে। এখানে পর্যটকরা ২৪০ ঘণ্টা (১০ দিন) পর্যন্ত অবস্থান করতে পারেন। তৃতীয় গন্তব্য হিসেবে হংকং ও ম্যাকাও ব্যবহার করা হলে এই সুবিধা পাওয়া যাবে।
চীনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। ট্রানজিট যাত্রীদের সহজে ভ্রমণের সুযোগ দিয়ে চীন তার পর্যটন শিল্পকে চাঙ্গা করতে চায়। পাশাপাশি, অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যও রয়েছে। ভিসামুক্ত এই নীতি আন্তর্জাতিক পর্যটনের সঙ্গে চীনের সংযোগ আরও মজবুত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আ. দৈ./ সাধ