মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের জন্য সুবিধাজনক হবে– এমন কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করবে সরকারের গঠিত শ্রম সংস্কার কমিশন। এ লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। কমিশনের তৃতীয় মতবিনিময় সভা থেকে এ আশ্বাস দেওয়া হয়েছে।
গত রোববার রাজধানীর শ্রম ভবনে কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নিহাদ কবির, সৈয়দ নাসিম মঞ্জুর, ফজলে শামীম এহসান, এএনএম সাইফুদ্দিন, ফারুক আহাম্মাদ, অনন্য রায়হান প্রমুখ।
বৈঠকে কমিশনের কাজের অগ্রগতি এবং খসড়া কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শ্রম খাতের পুরোনো ও নতুন সব সমস্যাই সমাধান করা সম্ভব। বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অত্যন্ত সংবেদনশীল এবং নিজ নিজ ক্ষেত্রে দক্ষ। ফলে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি ভারসাম্যপূর্ণ সুপারিশ দেওয়া হবে, যাতে সংশ্লিষ্ট সব পক্ষই এর সুফল ভোগ করতে পারেন।
আ. দৈ/ আফরোজা