সরকারের ৯টি মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক সূত্রে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সংশ্লিষ্ট ৯টি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অন্তত ৮০ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচারের অভিযোগ উঠেছে।
দুর্নীতির অভিযোগে যাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে, তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
দুদকের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, আপাতত শেখ হাসিনা ও তার পরিবারের এই চারজনকে নিয়ে অনুসন্ধান শুরু হবে। তবে অনুসন্ধানের প্রক্রিয়ায় আরও ব্যক্তির নাম আসতে পারে। অভিযোগ যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদক।
দুদকের এই অনুসন্ধান রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে এত বড় অঙ্কের দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরুর সিদ্ধান্তকে অনেকেই নজিরবিহীন বলে মনে করছেন।
আ. দৈ./ সাধ