গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় কাভার্ট ভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক এস.আই নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ ডিএসবিতে কর্মরতঃ ছিলেন।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি আড়পাড়ায় ওলামা দলের কর্মি সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন।যেখানে ওলামা দলের কর্মি সম্মেলন হচ্ছিল তার পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক।তিনি রাস্তা পারাপারের সময় টেকেরহাটগামী একটি দ্রুতগামী কাভার্ট ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।কাভার্ট ভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)মীর মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আ, দৈনিক/ কাশেম/ মনির