ফরিদপুরের ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে আলোচনা সভা, শহীদ মিনারে পুস্তস্থবক অর্পণ, জান্দিগ্রাম বদ্ধভুমি,চন্ডদাসদী গ্রামে ৭১ সালে হত্যাকান্ডের স্মরনে স্মৃতিস্তম্ভ পরিদর্শন, মাধবপুর জাতীয় কবরস্থান পরিদর্শন,দোয়া মোনাজাত সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
শনিবার ( ১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুধী সমাজ, সাংবাদিক সহ নানা শ্রেণীপেশার লোক অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না,বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, গোলাম মোস্তফা, মোঃ জমির আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সাংবাদিক মজিবর মুন্সি, এ,টি,এম ফরহাদ নান্নু প্রমুখ।
আ.দৈ./ কাশেম/ রানা