রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫,
৬ মাঘ ১৪৩১
ই-পেপার

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
জাতীয়
ভারতের সঙ্গে সুসম্পর্ক হবে সমতার ভিত্তিতে : পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 14 December, 2024, 6:41 PM  (ভিজিট : 39)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সব দেশের সঙ্গেই সম্মান ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক চায়। এই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, বাংলাদেশ ভালো সম্পর্ক চায়, তবে তা উভয় পক্ষের স্বার্থ রক্ষার ভিত্তিতে হতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নরসিংদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশে স্থিতিশীলতা ফেরানো সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বর্তমান সংকটকালে আমাদের দায়িত্ব হলো মৌলিক সংস্কার বাস্তবায়ন করা এবং এমন একটি পথ তৈরি করা, যেখানে ভবিষ্যতে কোনো সরকার এই পথ থেকে সরে যেতে না পারে।'

তিনি আরও বলেন, ‘যারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিজয় অর্জন করেছে, তাদের কিছু ন্যায্য দাবি-দাওয়া আছে। তারা সংস্কার চায়, আর সেই সংস্কারের দায়িত্ব আমাদের কাঁধে দেওয়া হয়েছে। তবে, একদিনে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। সময় দিতে হবে। আমরা শুধু মৌলিক সংস্কারগুলো করব এবং একটি স্থায়ী সংস্কারের রূপরেখা তৈরি করে দেব।’

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তৌহিদ হোসেন বলেন, ‘আগামী ১০ বছর বা তার পরবর্তী সময়ে যেন শিক্ষার্থীদের আর রাস্তায় নামতে না হয় বা তাদের জীবন দিতে না হয়, সেই নিশ্চয়তা রাজনৈতিক দলগুলোকেই দিতে হবে। এ জন্য দলগুলোর নেতাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআইয়ের উপদেষ্টা মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ভারতকে সুস্পষ্ট বার্তা দেওয়ার বিষয়টি কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।




আ. দৈ./ সাধ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে চেষ্টা করব’
কক্সবাজারের হিন্দু কল্যাণ ট্রাস্টী পরিমল শর্মার সংবর্ধনা
ফরিদপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশে বায়ু দুষণের বছরে ১,০২,৪৫৬ জনের মৃত্যু
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
আমরা আর বেশি দিন নেই: এম সাখাওয়াত
জাতীয়- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝