লাতিন আমেরিকা ও এশিয়ার মতো অঞ্চলগুলোতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব অনেক আগেই শুরু হয়েছে। তবে ইউরোপীয় দলগুলো এখনো বাছাইয়ের লড়াই শুরু করেনি। শিগগিরই এই অঞ্চলেও বিশ্বকাপের টিকিটের লড়াই শুরু হবে। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।
উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনালে খেলা বড় দলগুলোর জন্য গ্রুপ নির্ধারণ সম্পূর্ণ নিশ্চিত হয়নি। কারণ, এই দলগুলোর মধ্যে যারা জিতবে তারা এক গ্রুপে পড়বে, আর যারা হারবে তারা পড়বে অন্য গ্রুপে।
যেমন, জার্মানি ও ইতালি নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। এ ম্যাচের বিজয়ী দল বাছাইপর্বে খেলবে গ্রুপ 'এ'-তে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড ও লুক্সেমবার্গ। অন্যদিকে, পরাজিত দল খেলবে গ্রুপ 'আই'-তে, যেখানে তাদের লড়তে হবে নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া ও মলদোভার বিপক্ষে।
ইউরোপ থেকে বিশ্বকাপে সুযোগ পাবে ১৬ দল
২০২৬ বিশ্বকাপে ইউরোপ থেকে মোট ১৬টি দল খেলার সুযোগ পাবে। ১২টি গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। বাকি চারটি দলকে প্লে-অফ খেলতে হবে বিশ্বকাপে জায়গা করে নিতে।
বিশ্বকাপ বাছাই: ইউরোপের দলগুলো কোন গ্রুপে?
গ্রুপ এ:
জার্মানি/ইতালি (জয়ী)
স্লোভাকিয়া
নর্দার্ন আয়ারল্যান্ড
লুক্সেমবার্গ
গ্রুপ বি:
সুইজারল্যান্ড
সুইডেন
স্লোভেনিয়া
কসভো
গ্রুপ সি:
পর্তুগাল/ডেনমার্ক (পরাজিত)
গ্রিস
স্কটল্যান্ড
বেলারুশ
গ্রুপ ডি:
ফ্রান্স/ক্রোয়েশিয়া (জয়ী)
ইউক্রেন
আইসল্যান্ড
আজারবাইজান
গ্রুপ ই:
স্পেন/নেদারল্যান্ডস (জয়ী)
তুরস্ক
বুলগেরিয়া
জর্জিয়া
গ্রুপ এফ:
পর্তুগাল/ডেনমার্ক (জয়ী)
হাঙ্গেরি
রিপাবলিক অব আয়ারল্যান্ড
আর্মেনিয়া
গ্রুপ জি:
স্পেন/নেদারল্যান্ডস (পরাজিত)
পোল্যান্ড
ফিনল্যান্ড
লিথুয়ানিয়া
মাল্টা
গ্রুপ এইচ:
অস্ট্রিয়া
রোমানিয়া
বসনিয়া
সাইপ্রাস
স্যান মারিনো
গ্রুপ আই:
জার্মানি/ইতালি (পরাজিত)
নরওয়ে
ইসরায়েল
এস্তোনিয়া
মলদোভা
গ্রুপ জে:
বেলজিয়াম
ওয়েলস
উত্তর মেসিডোনিয়া
কাজাখস্তান
লিচেনস্টেইন
গ্রুপ কে:
ইংল্যান্ড
সার্বিয়া
আলবেনিয়া
লাটভিয়া
অ্যান্ডোরা
গ্রুপ এল:
ফ্রান্স/ক্রোয়েশিয়া (পরাজিত)
চেক প্রজাতন্ত্র
মন্টেনেগ্রো
ফ্যারো আইল্যান্ড
জিব্রাল্টার
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপের দলগুলো কঠিন লড়াইয়ে নামতে যাচ্ছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও, চারটি দলের ভাগ্য নির্ধারিত হবে প্লে-অফ ম্যাচে। নেশনস লিগে যারা ভালো পারফর্ম করেছে, তাদের জন্য সুযোগ অপেক্ষাকৃত সহজ হলেও, যারা হারবে তাদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে কঠিন। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের লড়াই তাই শুরু থেকেই উত্তেজনা ছড়াবে।
আ. দৈ./ সাধ