ভারতের রিজার্ভ ব্যাংক (আরবিআই) উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রার সরকারি ইমেইল আইডিতে বার্তা পাঠানো হয়েছে। রুশ ভাষায় লেখা ওই ইমেইলে রিজার্ভ ব্যাংকের সদর দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
মুম্বাই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে মাতা রমাবাই মার্গ থানায় অজ্ঞাত ইমেইল প্রেরকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, "রিজার্ভ ব্যাংকের সদর দফতর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেইল এসেছে। আমরা ইমেইলটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছি।"
এর আগেও মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হুমকি ফোন এসেছিল। সেসময় কলার নিজেকে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ‘সিইও’ বলে দাবি করেছিলেন। তবে সেই ঘটনার তদন্তে তেমন গুরুত্বপূর্ণ কিছুই খুঁজে পায়নি পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাংকের ২৬তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আইএএস কর্মকর্তা এবং রাজস্থান ক্যাডারের সদস্য। এর আগে ছয় বছর ধরে রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে ছিলেন শক্তিকান্ত দাস। নতুন দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই হুমকির এই ঘটনা ঘটল, যা ব্যাংক এবং প্রশাসনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই ঘটনার পর মুম্বাই পুলিশ আরবিআই-এর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে এবং তদন্তে নেমেছে, যাতে দ্রুত হুমকিদাতাকে চিহ্নিত করা যায়।
আ. দৈ./ সাধ