বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ভারতের জন্য উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শুক্রবার ভারতের লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন জয়শঙ্কর। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে স্থিতিশীল সম্পর্কের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক স্বার্থে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখবে। এ লক্ষ্যে ভারতীয় কর্মকর্তারা সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং বৈঠকগুলোতে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। আমরা আশা করি, বাংলাদেশ সরকার নিজ দেশের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে।”
জয়শঙ্কর আরও বলেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পগুলোর ইতিবাচক ইতিহাস রয়েছে। তিনি উল্লেখ করেন, "প্রতিবেশী প্রথম" নীতির আওতায় ভারত তার প্রায় সব প্রতিবেশী দেশের সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। পাকিস্তান ও চীন ছাড়া প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই ভারতের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে, এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
জয়শঙ্করের এই মন্তব্য বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির গভীর নজরদারির ইঙ্গিত দেয়। ভারতের প্রত্যাশা, বাংলাদেশ সরকার নিজ উদ্যোগে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
আ. দৈ./ সাধ