সিরাজগঞ্জে কর্মরত ১২ জন গণমাধ্যম কর্মীকে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।
এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জেহাদুল ইসলাম, হীরক গুণ, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মো: এনামুল হক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, কার্যনির্বাহী সদস্য শফিক মোহাম্মদ রুমন, সোহাগ হাসান জয় প্রমুখ।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নতুন সদস্যরা হলেন মো: নজরুল ইসলাম (দৈনিক বার্তা সরণি ও বিজনেস মিরোর), রফিকুল ইসলাম খান (দৈনিক ভোরের সময়), এইচ এম মোনায়েম খান (মাইটিভি), রফিক মোল্লা (নাগরিক টেলিভিশন), মো: জুবায়েল হোসেন (মোহনা টেলিভিশন), নাজমুল হোসেন (দৈনিক বাংলাদেশ বুলেটিন), মো: সোহান সেখ (দৈনিক আজকের জনবাণী), শিবলী রহমান শিপু (দৈনিক রাঙাদেশ), মো: ওয়াসিম সেখ (দৈনিক আলোকিত প্রতিদিন), মো: দিল (দৈনিক স্বদেশ প্রতিদিন), মো: রুবেল সরকার (দৈনিক প্রভাত) ও ফেরদৌস হোসেন (দৈনিক স্বাধীন সংবাদ)।
আ. দৈ./ কাশেম/ নজরুল