ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ৭৮ জন বাংলাদেশি জেলেকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ভারত। দেশটির ওড়িশা রাজ্যের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
গত ১০ ডিসেম্বর, ভারতীয় কোস্টগার্ড সামুদ্রিক নিরাপত্তা রক্ষার অভিযানে ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ৭৮ জন বাংলাদেশি জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার আটক করে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, টহলরত জাহাজ "আইএমবিএল" সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করে এবং দুটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার আটক করে।
ওড়িশা রাজ্যের পারাদ্বীপ থানার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) সন্তোষ কুমার জেনা জানিয়েছেন, জেলেদের আটকের পর যাচাই-বাছাইয়ের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেন, "গত পরশু ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল এবং পরে তাদের পারাদ্বীপ থানায় আনা হয়। যাচাই-বাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেটি সম্পন্ন হয়েছে। এখন তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।"
ভারতীয় কোস্টগার্ডের এক বিবৃতিতে জানানো হয়, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন কার্যকলাপের ভিত্তিতে দুটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে আটক করা হয়। আটককৃতদের ভারতীয় জলসীমায় অননুমোদিত মাছ ধরার কাজে নিয়োজিত থাকার অভিযোগ আনা হয়েছে।
ওড়িশা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আটকদের যাচাই-বাছাই শেষে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের জেলেদের আটক করার ঘটনা নতুন নয়। এর আগেও এমন বেশ কিছু ঘটনা ঘটেছে। তবে দুই দেশের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে প্রায়ই এই ধরনের আটকদের দ্রুত ফেরত পাঠানো হয়।
আ. দৈ./সাধ