বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার ক্লাং শহরের বায়ুয়েমাস ক্রিকেট ওভালে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।
ছয় দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাছাইপর্ব থেকে আসা নেপাল। আগামীকাল (১২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ নারী দল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে।
বাংলাদেশ স্কোয়াড:
অধিনায়ক: সুমাইয়া আক্তার
সহ-অধিনায়ক: আফিয়া আশিমা ইরা
দলীয় সদস্য: মোছা. ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়ারিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সেবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার এবং মেহেরুন নেসা।
টুর্নামেন্টটি নারী ক্রিকেটের নতুন প্রজন্মকে তুলে ধরতে বড় একটি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ দল প্রথমবারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স দেখাতে প্রস্তুত।
আ. দৈ./ সাধ