ছবি: সংগৃহীত
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার উজ্জ্বল ত্বক, রঙিন পোশাক আর দৃষ্টিনন্দন গয়না সবসময়ই নজর কাড়ে। বয়সের ভার তাকে ছুঁতে পারেনি। অভিনয়ে খুব বেশি দেখা না গেলেও তার আভিজাত্য আর জীবনের চাকচিক্য আগের মতোই বিদ্যমান।
৭০-এর ঘরে পা রেখেও রেখার লাস্যময়ী উপস্থিতি মুগ্ধ করে ভক্তদের। সম্প্রতি একটি কথোপকথন শো-তে এসে রেখা নিজেই জানান, তিনি আশা করেন, সবাই তাকে দেখে বলবে— "তোমাকে আগের চেয়েও তরুণ দেখাচ্ছে!" এমন মন্তব্য তিনি সরাসরি জানান কপিল শর্মাকে।
রেখার এই প্রত্যাশা যে অযৌক্তিক নয়, তা তার ত্বকের দীপ্তি, মায়াবী হাসি এবং চলার ভঙ্গিতেই স্পষ্ট। তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব আজও বলিউডের তরুণ অভিনেত্রীদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়।
গত সেপ্টেম্বর, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টানা ২০ মিনিট নাচ পরিবেশন করে তিনি সকলকে তাক লাগিয়ে দেন। ‘উমরাও জান’-এর এই অভিনেত্রী আবারও প্রমাণ করেন যে, বয়স কেবল একটি সংখ্যা মাত্র।
শুধু মূল্যবান কাঞ্জিভরম শাড়ি আর দৃষ্টিনন্দন গয়নাই নয়, রেখার বিলাসবহুল জীবনযাপনের অংশ হিসেবে রয়েছে অসংখ্য দামি গাড়ি। তার সংগ্রহে থাকা গাড়িগুলোর মধ্যে কিছু গাড়ির মূল্য দেড় কোটি, কিছু ৬ কোটি আবার কিছু গাড়ির মূল্য ১০ কোটির কাছাকাছি।
এক সময় তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন। সে সময় একটি ছবির জন্য তিনি ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। এখনো কোনো ব্র্যান্ডের প্রচারে অংশ নিলে তাকে ৬ কোটি টাকা পর্যন্ত দিতে হয়। ২০১২ সালে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হন, যার সুবাদে সে সময় সরকারি ভাতাও পেতেন।
বর্তমানে রেখা মুম্বাইয়ের বান্দ্রা বাসস্ট্যান্ড এলাকার একটি বিলাসবহুল বাংলোয় বসবাস করেন, যার মূল্য প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। জানা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারের কাজ করে তিনি বছরে প্রায় ৬৫ লাখ টাকা আয় করেন। স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে ২০২৪ সালে রেখার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৩২ কোটি টাকা।
আ. দৈ./ সাধ