দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের জেল-হাজতে আত্মহত্যার চেষ্টা করেছে যা দেশটিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। একই দিনে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সামরিক আইন ঘোষণার বিষয়ে তদন্তের অংশ হিসেবে পুলিশ প্রেসিডেন্ট অফিসে অভিযান চালিয়েছে। বুধবার এই ঘটনাটি ঘটে।
আল জাজিরার খবর অনুসারে, সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের আদেশে সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনকে বিদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আদালত জানিয়েছে, অপরাধের গুরুতরতা এবং প্রমাণ ধ্বংসের সম্ভাবনার ভিত্তিতে তাকে গ্রেফতার কর হয়েছে। জেল-হাজতে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তবে তিনি কীভাবে আত্মহত্যার চেষ্টা করেন এবং ঠিক কোন সময়টাতে করেন খবরে তা উল্লেখ করা হয়নি।
এদিকে কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সির কমিশনার জেনারেল চো জি-হো এবং সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সির প্রধান কিম বং-সিককেও বিদ্রোহের অভিযোগে আটক করা হয়েছে। তবে তাদের গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ৪৮ ঘণ্টার জন্য আটক রাখা হয়েছে।
রাজনৈতিক উত্তেজনা
প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সামরিক আইন ঘোষণার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি প্রেসিডেন্ট ইউনকে অভিশংসনের জন্য দ্বিতীয়বার উদ্যোগ নিচ্ছে।
এর আগে, ৩০০-সদস্যের জাতীয় সংসদে প্রথম অভিশংসনের চেষ্টা ব্যর্থ হয়। কারণ, ইউনের পিপলস পাওয়ার পার্টির সদস্যরা ভোট বর্জন করেছিল। তবে দ্বিতীয় অভিশংসন প্রস্তাব সফল হলে, প্রধানমন্ত্রী হান ডাক-সু সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।
এরপর সাংবিধানিক আদালত সিদ্ধান্ত নেবে ইউন সুক-ইওলকে অপসারণ করা হবে কিনা। এই সংকট এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করেছে।
আ. দৈ./ সাধ