বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার (১১ ডিসেম্বর) আয়োজন করা হয় প্রতিবাদ মিছিলের। মিছিলটি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। বক্তারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার সব ধরণের চেষ্টা করছে ভারত। সেখানে বসে উসকানি দিচ্ছেন শেখ হাসিনা।
ভারতকে উদ্দেশ করে সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, অপরাধীকে আশ্রয় দেয়াও অপরাধ। বাংলাদেশকে সাম্প্রদায়িক ও জঙ্গি রাষ্ট্র বানানোর পাঁয়তারা করছে ভারত।
পুলিশ বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে জানিয়ে সাবেক আইজিপি আশ্রাফুল হুদা বলেন, এর আগেও বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। তবে এবার সরকার পরিবর্তনে পর ভারত উন্মাদ হয়ে গেছে।
ভারতীয় আগ্রাসন রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।