স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন, মিতালী এক্সপ্রেস সার্ভিস। পাঁচ মাস বন্ধ থাকার পার আজ বুধবার দুদেশের মধ্যে ট্রেন সার্ভিস আবার চালু হলো। আজ বাংলাদেশ থেকে ভারতে গেছে মিতালী এক্সপ্রেস। তবে ছিলোনা কোনো যাত্রী।
এতদিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের শান্টিং ইয়ারের কাছেই খোলা আকাশের নিচে পড়ে ছিল। সবশেষ ট্রেনটি যাত্রী নিয়ে ৫ আগস্ট ভারত থেকে বাংলাদেশে আসে। পরে ভারতীয় রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেওয়ায় সেটি বাংলাদেশেই আটকে পড়ে। গত সোমবার দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের পরই ভারতে গেল এ ট্রেনটি।
এদিন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মিতালি এক্সপ্রেসের খালি বগিগুলো হলদিবাড়ি স্টেশন পর্যন্ত পৌঁছে দেয়। সেখান থেকে ভারতীয় ইঞ্জিন হলদিবাড়ি স্টেশনের মেনটেনেন্স শেডে ট্রেনটি নিয়ে যায়।
আ. দৈ./ সাধ