সুদানের উত্তর দারফুরের একটি শহরের সাপ্তাহিক বাজারের দিনে বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। বাজারে সুদানের সামরিক বিমান হামলায় ১০০ জনেরও বেশি লোক নিহত এবং শতাধিক আহত হয়েছে।
আজ মঙ্গলবার গণতন্ত্রপন্থী আইনজীবীদের একটি গ্রুপ এ তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল সোমবার কাবকাবিয়া শহরে। জরুরি আইনজীবীদের দলটি জানায়, ‘শহরের সাপ্তাহিক বাজারের দিনে এ বিমান হামলা চালানো হয়।
ওই সময়ে স্থানীয় বাসিন্দারা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কেনাকাটা করতে বাজারে এসেছিলেন। এতে শতাধিক নিহত এবং নারী ও শিশুসহ কয়েকশ লোক আহত হয়েছে।’
আইনজীবীরা বলেছেন, পশ্চিম সুদানে অবস্থিত কাবকাবিয়া শহর। গত সোমবারের বিমান হামলায় শত শত লোক আহত হয়েছে।
এই শহরটি গত মে মাস থেকে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর হামলার কবলে পড়েছে। গণতন্ত্রপন্থী আইনজীবী দল সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ২০ মাস ধরে চলা সংঘর্ষকালে মানবাধিকার লংঘনের ঘটনা নথিভুক্ত করেছে।
সোমবারের হামলার কিছু ভিডিও এএফপি-এর হাতে এসেছে। ভিডিও ফুটেছে দেখো যায়, শিশুদের পুড়ে যাওয়া দেহাবশেষ মাটিতে পড়ে আছে।
মানুষ ধ্বংসস্তূপ সরিয়ে তা উদ্ধারের চেষ্টা করছে। তবে ভিডিও ফুটেজটি সিভিল সোসাইটি গ্রুপ দারফুর জেনারেল কোঅর্ডিনেশন অফ দ্য ডিসপ্লেসড অ্যান্ড রিফিউজিস সরবরাহ করেছিল এবং এএফপি এর সত্যতা যাচাই করতে পারেনি।
এদিকে আইনজীবী গোষ্ঠীটি জানিয়েছে, ‘সোমবার সন্ধ্যায় দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালায়ও বোমা হামলার ঘটনা ঘটেছে, তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।’
দারফুর সুদানের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের আবাসস্থল। তবে এ অঞ্চলের ১০ মিলিয়নের অর্ধেকেরও বেশি মানুষ বাস্তুচ্যুত।
আইনজীবী গোষ্ঠী কঠোর ভাষায় কাবকাবিয়ায় সেনাবাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়েছে।
তারা বলেছে, ‘সুদানজুড়ে সাম্প্রতিক হামলা বেড়েছে... ইচ্ছাকৃতভাবে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালানো হচ্ছে’। তবে যুদ্ধরত পক্ষগুলো এ দাবি অস্বীকার করেছে। সাহায্য সংস্থার মতে, উত্তর-পূর্ব আফ্রিকান দেশটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। আরএসএফ এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে চলমান ২০ মাসের যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র : এএফপি
আ. দৈ./ সাধ