রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোটরসাইকেলে ধাক্কায় আনুমানিক ৭০ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক মো. ফারুক বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় শাকিল নামে একজন গুরুতর আহত হয়েছেন।
মো. ফারুক বলেন, শুনেছি মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই। এক মোটরসাইকেল আরোহীকে ক্যাম্পে আটক রাখা হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
আ. দৈ/ আফরোজা