রাজধানীর ঝিগাতলার কাঁচা বাজার এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় এক গার্মেন্টসের মালামাল স্থানান্তর করার বিদ্যুৎস্পৃষ্টে মো. মোক্তার শেখ (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
আহত হয়েছেন অপর ভ্যানচাল চালক আনোয়ার হোসেন (৪৫)। তিনি নিহতের সম্পর্কে ভায়রা ভাই।
আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার তিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসা সহকর্মী মমিন সরদার বলেন, আসবাবপত্র স্থানান্তর করার জন্য তৃতীয় তলা থেকে বড় একটি লোহার পাইব জানালা দিয়ে নিচে বের করার সময় বাইরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন গুরুতর আহত হন।
পরে দুইজনকে বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোক্তার শেখকে মৃত ঘোষণা করেন।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট হাজারীবাগ থানায় জানানো হয়েছে।
আহত আনোয়ার ঢামেকে চিকিৎসাধীন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, আহতের অবস্থা গুরুতর নয়।
মোক্তার রাজবাড়ী পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আতাই শেখের ছেলে। বর্তমানে এলিফ্যান্ট রোড এলাকায় থাকতেন।
আ. দৈ/ সাম্য