" দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যর একতা, গড়বে আগামীর শুদ্ধতা " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য শোভাযাত্রা ও শান্তির প্রতিক কবুতর ফেস্টুন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনা সহকারী পরিচালক সাধন চন্দ্র সূএধর।
স্বাধীনতার সুফল ভোগ করতে হলে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। প্রতিটি স্কুলে আমাদের সততা স্টোর রয়েছে এটি সঠিক ব্যবহার করতে হবে। এবং ছাত্র -ছাত্রীদেরকে সততা ন্যায় ও সৎ হতে হবে। তাহলেই সোনার বাংলা গড়া সম্ভব।
সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। এজন্য দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। পরিবার, সমাজ ও জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়নের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে। বিভিন্ন উদ্যোগের বিষয়ে উল্লেখ করে তা কার্যকর করতে পারলে দুর্নীতি অনেক কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করে এ কাজে প্রশাসনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়া অনুষ্ঠানর বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়,দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা উপ-সহকারী পরিচালক মমিন উদ্দিন, মোঃ মোক্তার হোসেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ ও পাবনা সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দিন, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জের চন্দন দেবনাথ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক আ. মুঃ আহসান শহীদ সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অন্যতম সদস্য হোসেন আলী ছোট্ট, অন্বেষণ মুক্ত স্কাউট দলের সাবেক সিনিয়র পেট্রোল লিডার ও সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ নইমুল হাসান,প্রিসিডেন্ট স্কাউট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রোমানা রিয়াজ।
আ. দৈ. /কাশেম/ নজরুল