শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
গোলান মালভূমির বেশ কিছু এলাকার সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 9 December, 2024, 4:28 PM  (ভিজিট : 34)
ছবি: অনলাইন

ছবি: অনলাইন

সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চল বলে পরিচিত গোলান মালভূমির বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।
 
১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যে সমঝোতা চুক্তি হয়েছিল, তাতে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিপর্যয়কর হয়ে উঠেছে বলে ঘোষণা দেন তিনি।

নেতানিয়াহু বলেন, গোলান মালভূমিতে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোনে এবং আশপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন। ইসরায়েল নিজেদের সীমান্তে কোনো শত্রু বাহিনীকে অবস্থান নিতে দেবে না বলেও জানান তিনি।

যুক্তরাজ্যভিত্তিক একটি যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা বলেছে, শনিবার সিরিয়ার সেনারা কুনেইত্রা প্রদেশে তাদের অবস্থানগুলো থেকে সরে যায়। কুনেইত্রা প্রদেশের অংশ বিশেষ ওই বাফার জোনের ভেতরে পড়েছে।
গতকাল রোববার পাঁচটি সিরীয় গ্রামের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করতে বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়া এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত করার পর গোলান মালভূমির বাফার জোনে এমন পদক্ষেপ নিল ইসরায়েল।

১৯৭১ সাল থেকে বাশার আল–আসাদ এবং তাঁর বাবা ক্ষমতায় আছেন। রোববার ভোরে ইসলামপন্থী বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল–শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিভিন্ন গোষ্ঠী দামেস্কে ঢুকে পড়ে। এরপর তারা রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে ‘সিরিয়া এখন মুক্ত’ বলে ঘোষণা দেয়।

দামেস্কের প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে একটি পাথুরে মালভূমি গোলান। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের শেষ ধাপে গোলান মালভূমির দখল নেয় ইসরায়েল। ১৯৮১ সালে তারা এটিকে একতরফাভাবে নিজেদের অংশ বলে ঘোষণা করে। তবে ইসরায়েলের এ পদক্ষেপ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। যদিও ২০১৯ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে স্বীকৃতি দিয়েছে।

আসাদ সরকারের পতনকে মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, ‘দামেস্কে স্বৈরশাসক আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে ঠিকই, তবে এতে উল্লেখজনক বিপদও আছে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, ইরানে এবং লেবাননের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলার বদৌলতে সিরিয়ায় এমন ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ আসাদের মিত্র হিসেবে পরিচিত।

যেসব সিরীয় নাগরিক ইসরায়েলের সঙ্গে শান্তিতে থাকতে চান, তাঁদের প্রতি ইসরায়েল সৌহার্দ্যের হাত বাড়িয়ে দেবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বাহিনী বাফার জোনে যে অবস্থান নিয়েছে, তা সাময়িক আত্মরক্ষামূলক অবস্থান। যথাযথ সমাধান না হওয়া পর্যন্ত এ অবস্থান বজায় থাকবে বলে উল্লেখ করেন তিনি



আ. দৈ./ সাধ

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় বিএফআইইউয়ের সেই মাসুদ বিশ্বাস গ্রেফতার
এনসিটিবি’র সামনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের নামে মামলা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশে নিপীড়ন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: হিউম্যান রাইটস ওয়াচ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথে
ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
আন্তর্জাতিক- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝