প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাওয়ার বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ যে বক্তব্য রেখেছেন, তা ‘ব্যক্তিগত’। নির্বাচনের বিষয়ে ঘোষণা আসবে অন্তর্বর্তী সরকারের প্রধানের পক্ষ থেকে।
আজ রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোন ঘোষণা আসেনি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয় ঘোষণা আসবে।
তিনি সাংবাদিকদের আরও বলেন, যখন ঘোষণা আসবে তখন আপনারা (সাংবাদিকগণ) সবার আগে জানতে পারবেন।
উল্লেখ্য গত শনিবার ঢাকার গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সেমিনারে শিক্ষা উপদেষ্টা বলেছিলেন, আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখা যাবে। এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না আসলে কী হবে।
সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে ভোটের কথা বলা আছে, কোনো কারণে সেটি করা না গেলে পরের ৯০ দিনের মধ্যে করতে হবে। গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার গঠন করেছেন, তারা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রূপরেখা এখনও ঘোষণা করেনি। তাই নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আকাঙ্খার চাপ ও নানা মহলের প্রশ্ন দেখে দিচ্ছে প্রতিনিয়ত।
আ. দৈ/ আফরোজা