রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
বিনোদন
এত উন্নয়ন করছি, তবুও ভালোবাসলো না কেউ
বিনোদন ডেস্ক
Publish: Saturday, 7 December, 2024, 6:56 PM  (ভিজিট : 54)

‘আচ্ছা মিলন? আমি এত ভালো উন্নয়ন করছি, তবুও একটা লোক আমাকে ভালোবাসলো না, কেন মিলন?’- ফোনকলে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে এই হতাশার সংলাপটি বলছিলেন এক রাজনৈতিক নেতা। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে, ‘স্যার পাব্লিকরা চায় ডেমোক্রেসি, ওদের রুচি খারাপ স্যার’। বলছিলাম বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে গল্পে নির্মিত সিরিজ ‘৮৪০’ এর একটি দৃশ্য নিয়ে। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে।
 
বিষয়টি খোলাসা করে বলা যাক। রাজনৈতিক বিদ্রূপধর্মী গল্প নিয়ে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী বানিয়েছেন ‘৮৪০’। তবে এটি নির্মাতার ‘৪২০’ এর সিক্যুয়েল; সেটির ডাবল আপ ‘৮৪০’ হয়ে আসছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে নির্মাতার তরফ থেকে প্রকাশ্যে আসে সিরিজটির ট্রেলার।

৩ মিনিটের দীর্ঘ এই ট্রেলারের প্রতিটি অংশেই ছিল কমেডি ও টুইস্টে ভরপুর। উঠে আসে এক শহরের মেয়রের গল্প। ক্ষমতায় থাকাকালীন সেই মেয়রের বিভিন্ন কর্মকাণ্ড দেখানো হয় ট্রেলারে। নির্বাচনে অংশ নেয়া থেকে ভোট চাওয়া, উন্নয়ন প্রদর্শনের নমুনা, এমনকি কারও মৃত্যুতে শোকাহত হওয়ার মিথ্যা অভিনয়ও ফুটে ওঠে সেখানে। শুধু তাই নয়, নির্বাচনকে সামনে রেখে সহানুভূতি পেতে একজন নেতা কি ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটাতে পারে, তাও দেখানো হয়েছে ট্রেলারে। সর্বোপরি গল্পে একজন নেতার ‘ভণ্ডামি’ উঠে আসবে সেই সিরিজে, যা ট্রেলারটি দেখে অনুমান করা যাচ্ছে।

ট্রেলারটি পোস্ট করে ফারুকী লিখেছেন, গত শীতে আমরা যখন এটার শ্যুট করছিলাম, তখনও জানি না আদৌ এটা দেখানো যাবে কি-না। আর আজকে ট্রেলারটি আপনাদের সাথে শেয়ার করছি। ইমোশনে কাবু হওয়ার কারণে একটা ভালো ক্যাপশনও লিখতে পারলাম না। প্লিজ ওয়াচ দ্য ট্রেলার।

কিন্তু কাকতালীয়ভাবে গল্পের সঙ্গে মিলে যায় দেশের সদ্য ক্ষমতাচ্যুত নেতাদের প্রেক্ষাপট। আর তা নিয়েই শোরগোল সামাজিক মাধ্যমে। বিশেষ করে সেই ফোনকলটির সঙ্গে অনেকে বাস্তবতার মিল পেয়েছেন। নেটিজেনরা বিষয়টি নিয়ে ব্যাপক মজা করছেন, এবং খোঁচা দিয়ে বলছেন, শেষের পার্টের ফোনকলটির সঙ্গে সেই ফাঁস হওয়া কলটি মিলে গেছে, আপা আপা এর জায়গায় শুধু স্যার স্যার।

‘৮৪০’ সিরিজটিতে সেই বিশিষ্ট মেয়র তথা রাজনৈতিক নেতার চরিত্রে কাঁপিয়েছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও।

ছবিয়াল প্রোডাকশন থেকে এই সিরিজটির প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহ প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর। জানা গেছে, খুব শীঘ্রই প্রেক্ষাগৃহ, ওটিটি এমনকি টেলিভিশনেও দেখা যাবে ফারুকীর ‘৮৪০’।


আ.দৈ/এআর 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে বাকচান্দা এএস একাডেমির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনীর প্রস্তুতি চলছে
এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
‘শামীম ওসমান পালিয়েছে,এখনো তার দোসরদের বিরুদ্ধে লড়তে হচ্ছে’
দ্রুতই জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ
কক্সবাজারের সাবেক এমপি জাফর ঢাকায় গ্রেফতার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর , তবু মেলেনি বিচার, নিশ্চিত হয়নি ক্ষতিপূরণ
কাশ্মীরে ‘কমপ্লিট শাটডাউন’, মসজিদে ঘোষণার পর বিক্ষোভ শুরু
বিনোদন- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝