রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫,
৬ মাঘ ১৪৩১
ই-পেপার

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
ঝুঁকি বাড়ছে আসাদ সরকারের
সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর 'দারা' দখলের দাবি বিদ্রোহীদের
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 7 December, 2024, 5:10 PM  (ভিজিট : 52)
বেশ কয়েকটি শহর দখলের পর সিরিয়ার দক্ষিণের শহর দারার নিয়ন্ত্রণ নেয়ার দাবি বিদ্রোহীদের। ছবি: রয়টার্স

বেশ কয়েকটি শহর দখলের পর সিরিয়ার দক্ষিণের শহর দারার নিয়ন্ত্রণ নেয়ার দাবি বিদ্রোহীদের। ছবি: রয়টার্স

বৃহত্তম দুই শহর আলেপ্পো এবং হামা দখলের পর এবার গুরুত্বপূর্ণ শহর দারার নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ান বিদ্রোহীরা। যার ফলে ক্রমান্বয়ে দূর্বল হচ্ছে আসাদ সরকারের ভিত।

শনিবার (৭ ডিসেম্বর) দক্ষিণের শহর দারার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে বিরোধীরা।

২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে এই শহরটিতে অভ্যুত্থান শুরু হয়। দারার দখল নেয়ার মধ্য দিয়ে আসাদ সরকারের ক্ষমতা হুমকিতে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বিদ্রোহী সূত্রগুলো জানিয়েছে, সেনা কর্মকর্তাদের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী দারা শহর থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন তারা। বিনিময়ে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) উত্তরে রাজধানী দামেস্কে তাদের নিরাপদে পৌঁছানোর পথ করে দিতে হবে বিদ্রোহীদের। 

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, দারা শহরের রাস্তায় রাস্তায় বাসিন্দাদের সঙ্গে বিজয় উদযাপন করছে বিদ্রোহীরা। এ সময় শহরের প্রধান চত্বরে মোটরসাইকেলে চড়ে সাধারণ মানুষের সঙ্গে যোগ দিতে দেখা যায় বিদ্রোহীদেরও। 

তবে এ বিষয়ে সিরিয়ার সামরিক বাহিনী বা আসাদ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স বিদ্রোহীদের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

দারার পতনের সঙ্গে সঙ্গে আসাদের বাহিনী এক সপ্তাহে চারটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারালো বিদ্রোহীদের কাছে।

১৩ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে প্রায় ১ লাখের বেশি জনসংখ্যা ছিল দারায়। শহরটি আসাদের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীকী গুরুত্ব বহন করে। এটি জর্ডান সীমান্তবর্তী একটি প্রদেশের রাজধানী। যে প্রদেশটিতে প্রায় ১০ লাখ লোকের বাস।

এর আগে শুক্রবার গভীর রাতে বিদ্রোহীরা দাবি করে, তারা রাজধানী ও ভূমধ্যসাগরীয় উপকূলের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সংযোগস্থল হোমস শহরের প্রান্তে অগ্রসর হয়েছে।

ইসলামপন্থী দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্ভুক্ত বিদ্রোহী দলগুলোর একটি জোট হোমসে আসাদ সরকারের প্রতি অনুগত বাহিনীকে আত্মসমপর্ণের শেষ আহ্বান জানিয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্রোহীদের একটার পর একটা শহর দখল করতে চালানো অভিযানকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ হোমস থেকে লাতাকিয়া এবং তারতুসের উপকূলীয় অঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে।
 
সম্প্রতি সিরিয়া সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে দেশটির অন্যতম একটি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। কয়েক দিনের মধ্যে তারা দেশটির একটি প্রধান শহর আলেপ্পোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয় বিদ্রোহীরা। ২০১৬ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনী ক্ষমতা দখলের পর এটিই বিদ্রোহী গোষ্ঠীগুলোর বড় সফলতা।



আ. দৈ./ সাধ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে চেষ্টা করব’
কক্সবাজারের হিন্দু কল্যাণ ট্রাস্টী পরিমল শর্মার সংবর্ধনা
ফরিদপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশে বায়ু দুষণের বছরে ১,০২,৪৫৬ জনের মৃত্যু
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
আন্তর্জাতিক- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝