সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ ডাকাত চক্রের সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ১২। শুক্রবার (০৬ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ডাকাত চক্রের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় হ্যান্ডকাফ, পুলিশের ভুয়া আইডি কার্ড, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন পঞ্চগড় জেলার আটোয়ারী থানার বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোঃ জমির খান (৩৯), ফরিদপুর জেলা আলফাডাঙ্গা থানার বিজিডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে চাকুরীচ্যুত কনস্টেবল মোঃ কামরুজ্জামান (৪৪), রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার কাটাখালি বটতলা গ্রামের মৃত মোতালেবের ছেলে মোঃ জহুরুল শেখ সুমন (৩৩), কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ধনঞ্জয় গ্রামের আব্দুর কাদেরের ছেলে মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার মধুখালি থানার কাশিনাথপুর গ্রামের মীর নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেওলি গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ রাজু (৩১) ও গোপালগঞ্জ সদর উপজেলার নকুরিরচর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২)।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে র্যাব ১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদ এলাকা থেকে আন্ত জেলা ডাকাত চক্রের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিয়মিত বিভিন্ন জায়গায় ডাকাতি করতো। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হওয়া সত্বেও তারা ঢাকার আশেপাশে স্থানে বসবাস করে এবং ডাকাতি করার সময় তারা সকলে একত্রিত হয়ে ডাকাতির কার্যকলাপে অংশ নেয়। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হবে।
আ. দৈ. /কাশেম/ নজরুল