অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। সবাইকে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও উল্লেখ করেন ড. ইউনূস।
এসময়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
সশস্ত্র বাহিনীতে কর্মরতদের উচ্চতর সমর জ্ঞান এবং গবেষণার জন্য, সামরিক বিদ্যায়তন হিসেবে পরিচিত ন্যাশনাল ডিফেন্স কলেজ।
প্রতিবছর এখান থেকে প্রতিরক্ষা কৌশল সংক্রান্ত উচ্চতর কোর্স সম্পন্ন করেন দেশ-বিদেশের যোদ্ধারা।
এ বছরে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের শিক্ষা সমাপনী সনদ বিতরণী অনুষ্ঠানে, সকালে এনডিসিতে আসেন প্রধান উপদেষ্টা।
কলেজ কমান্ড্যান্টকে সঙ্গে নিয়ে ২০২৪ সালে কোর্স সম্পন্ন করা দেশি-বিদেশি কর্মকর্তাদের সনদ তুলে দেন ড. ইউনূস।
আ. দৈ/ আফরোজা