ঢাকাস্থ ঝালাকটি সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি আবু সালেহ আকন ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ’র) সভাপতি নির্বাচিত হওয়ায় এবং সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে চলমান দায়িত্ব পালনের স্বার্থে, সহ-সভাপতি জাকির হোসেন ইমনকে সভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক আসলাম হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদক করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ বিপু মিলনায়াতনে ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সহ-সভাপতি জাকির হোসেন ইমনের যায়গায় নিজামুল হককে সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়।
সভা শেষে ঢাকা রিপোটার্স ইউনিটির নব নির্বাচিত সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির নেতৃবৃন্ধ এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের বরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. হুমায়ন কবির; যুগ্ম সম্পাদক শামিম হাওলাদার (নয়া দিগন্ত); সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম (আমাদের কণ্ঠ); কোষাধ্যক্ষ রমজান আলী (আজকের দৈনিক); দফতর সম্পাদক ইউসুফ আলী বাচ্চু (সকালের সময়); প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ সাদি (বাংলা ট্রিবিউন)।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, মিজানুর রহমান মিজান (প্রতিদিনের সংবাদ), আসাদ আল মাহমুদ (রাইজিং বিডি), নাসির উদ্দিন শোয়েব (আমার দেশ)।
আ. দৈ. / কাশেম/ রমজান