সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার ১টি পদ শূন্য পদ রয়েছে জানিয়ে এসব পদে নিয়োগে ব্যবস্থা নিতে বলেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী, বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১টি। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ৪৭তম বিসিএসে নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিপিএসসি শুধু প্রথম শ্রেণি নন-ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে। সরকার থেকে অনুমোদিত অন্য পদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা/করপোরেশন/কোম্পানি থেকে পূরণ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ ও শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু দেশে বিপুল শূন্য পদ থাকার পরও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
এ অবস্থায় অনুমোদিত শূন্য পদগুলো বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা নেওয়ার অনুরোধের পাশাপাশি শূন্য পদ পূরণে কী কী কার্যক্রম ইতোমধ্যে নেওয়া হয়েছে, সে ব্যাপারে ১৫ কার্যদিবসের মধ্যে জানাতেও বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আ. দৈ/ শাকিলা সাম্য