উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় পাটচাষী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৮ নভেম্বর ) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)দীপক কুমার সরকার। এসময় বক্তারা বলেন, সোনালী আঁশের বাংলাদেশ বিশ্ব বাজারে চাহিদার শতকরা ৯০ শতাংশ কাঁচা পাট এবং শতকরা ৬০ শতাংশ পাটজাত পণ্য রপ্তানি করে সর্বোচ্চ পাট রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের জাতীয় রপ্তানি আয়ে একক কৃষি পণ্য হিসেবে পাট খাতের অবস্থান দ্বিতীয় এবং মোট জিডিপি’র অবদান ৪.৮৬ শতাংশ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার, পাট অধিদপ্তর এর সহকারী পরিচালক (সমন্বয়) কৃষিবিদ ওসমান আলী শেখ, জেলা পাট কর্মকর্তা নাজমুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, সদর উপজেলা পাট কর্মকর্তা মাইদুল ইসলাম লুলুসহ জেলার প্রকল্পভুক্ত সদর, রায়গঞ্জ, কাজিপুর, উল্লাপাড়া, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার ১০০ জন পাট চাষী উপস্থিত ছিলেন।
আ. দৈ. /কাশেম /নজরুল