চকরিয়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদ চকরিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চকরিয়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী মাহাবুবুর রহমান ভুঁইয়ার সমন্বয়ে আরো উপস্থিত ছিলেন সূর্যের হাসি ক্লিনিকের জোনাল ম্যানেজার মোঃ মামুনুল ইসলাম, মা স্বাস্থ্য সেবা কেন্দ্রের সমন্বয়কারী বিজন কুমার বিশ্বাস, এশিয়ান এইজের চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক বশির আল মামুন সহ চকরিয়া উপজেলা কর্মরত এনজিও প্রতিনিধি গন।
এনজিও সমন্বয় পরিষদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।সৌজন্য সাক্ষাতকালে নবাগত ইউএনও মো: আতিকুর রহমান বক্তব্যে বলেন শুধু সরকারের পক্ষে সুন্দর ভাবে সকল কাজ করা সম্ভব নয় বিধায় এনজিও সার্বিক ভাবে তৎপর থাকতে হবে।
এছাড়াও সকল এনজিওদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।এনজিও সমন্বয়কারী মাহাবুবুর রহমান ভুঁইয়া তার বক্তব্যে বলেন, অতীতেও চকরিয়া এনজিও সমন্বয় পরিষদ সরকারের সাথে নিবিড় ভাবে কাজ করেছেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি নবাগত ইউএনও কার্যালয় থেকে সার্বিক সহযোগিতা আশা করেন।
আ. দৈ. /কাশেম / বিজন