জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ( ২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়। স্মরণ সভা সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রিপন। স্মরণসভায় সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস. আই. এম. এ রাজ্জাক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জাহাঙ্গীর হেলাল তালুকদার, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মতিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শাহীন কবীর, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মির্জা সুলতান মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোছাঃ খাদিজা সুলতানা, ইতিহাস বিভাগের প্রভাষক তানিয়া সুলতানা, আরবী বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ড. মাহফুজুর রহমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল ওয়াহাব, ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ শরিফুল ইসলাম, রসায়ন বিভাগের প্রভাষক মোছাঃ তাসমিম নাহার লাকি, পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ আবু তালহা, এবং সমন্বায়ক জুবায়ের ইসলাম, (সেজান), সমন্বয়ক সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের সাপিয়া আহম্মেদ সিনহা, সমন্বয়ক মোঃ নাজমুল হাসান শাফিন আহমেদ জিসান প্রমুখ।
আ. দৈ. /কাশেম/ নজরুল