ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হঠাৎ রাজধানীসহ সারাদেশে আইন নশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হচ্ছে। ফলে শান্তিতে নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্ত্বাধীন অন্তর্বতীকালীন সরকার নশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্যভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন, একই কারণে চট্টগ্রাম মহানগরীতেও মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি।
আ. দৈ. /কাশেম