শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
অক্টোবরে রেকর্ড সংখ্যক দর্শনার্থী-পর্যটক দেখেছে জাপান
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 23 November, 2024, 7:38 PM  (ভিজিট : 47)

গত অক্টোবরে রেকর্ড সংখ্যক বিদেশি দর্শনার্থী ও পর্যটক দেখেছে জাপান। দেশটির সরকারি সংস্থা জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন (জেএনটিও) এক বিবৃতিতে জানিয়েছে, ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাপানে প্রবেশ করেছেন ৩৩ লাখ ১০ হাজার বিদেশি।

এর আগে কখনও এক মাসে এত সংখ্যক দর্শনার্থী-পর্যটকরে আগমন ঘটেনি জাপানে। গত জুলাই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত জাপানে প্রবেশ করেছিলেন ৩২ লাখ ৯০ হাজার দর্শনার্থী-পর্যটক। এতদিন এই পরিসংখ্যানকেই এক মাসে সর্বোচ্চ সংখ্যক দর্শনার্থী-পর্যটক আগমনের রেকর্ড হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

জেএনটিও’র বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাপানে এসেছেন প্রায় ৩ কোটি পর্যটক। এটি অবশ্য রেকর্ড নয়, কারণ করোনা মহামারি হানা দেয়ার আগের বছর, অর্থাৎ ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে এসেছিলেন মোট ৩ কোটি ১৯ লাখ পর্যটক। এখন পর্যন্ত সেটিই এক বছরে সর্বোচ্চ সংখ্যক পর্যটক আগমনের রেকর্ড।

তবে জেনটিও আশা করছে, চলতি ২০২৪ সালে পর্যটন আগমণের পূর্ব রেকর্ড ভেঙে যাবে।

সাগর,পাহাড়,অরণ্যসমৃদ্ধ জাপানের শরৎকালীন সৌন্দর্য্য বিশ্ববিখ্যাত। এ কারণে সেপ্টেম্বর-অক্টোবরে সেখানে বিদেশি পর্যটকদের ভিড়ও হয় বেশি। গত অক্টোবরে আসা বিদেশি পর্যটকদের সবাই এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার ১১টি দেশের নাগরিক।

রেকর্ড সংখ্যক দর্শনার্থী-পর্যটকের আগমনের জেরে বিপুল পরিমাণ অর্থও যোগ হয়েছে জাপানের অর্থনীতিতে। জেএনটিও’র তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫ দশমিক ৮৬ ট্রিলিয়ন ইয়েন (এক ট্রিলিয়ন = ১ লাখ কোটি) বা ৩ হাজার ৭৭২ কোটি ডলার যোগ হয়েছে জাপানের অর্থনীতিতে।

এটিও একটি রেকর্ড। কারণ এর আগে পর্যটন খাত থেকে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি ছিল গত বছর বা ২০২৩ সালের। ওই বছর পর্যটন খাত থেকে ৫ দশমিক ৩০ ট্রিলিয়ন ইয়েন উপার্জন করেছিল জাপান।

দেশটির অর্থনীতিবিদরা জানিয়েছেন, এই মুর্হূতে জাপানের প্রধান অর্থ উপার্জনের খাত হলো যানবাহন এবং ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করা এবং দ্বিতীয় খাতটি হলো পর্যটন। সূত্র : রয়টার্স


আ.দৈ/এআর
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বায়ুদূষণে দেশে প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র
'২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি': শেখ হাসিনা
কিছু দুষ্টু লোক আমাদের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায়: মিজানুর রহমান আজহারী
দুদকের মামলায় বিএফআইইউ'র মাসুদ বিশ্বাস কারাগারে,রিমান্ড শুনানি রোববার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
আন্তর্জাতিক- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝