গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক বলেছেন, এদেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ। তাই জনগণের পাশে থেকে আমাদের কাজ করতে হবে। যে গণতন্ত্রের জন্য আমরা দির্ঘদিন ত্যাগ স্বীকার করেছি, সেই লড়াই শেষ হয়নি। সকল নেতাকর্মিকে সজাগ ও সচেতন থাকার আহবান জানিয়ে
তিনি আরো বলেন, দেশকে ভীতির রাষ্ট্রে পরিনত করে একক রাজত্ব কায়েম করেছিল শেখ হাসিনা। আজ পালিয়ে থাকতে হচ্ছে তাকে। গত শুক্রবার (২২ নভেম্বর) ইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত মির্জা রুস্তমের সভাপতিত্বে ও আজাদুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, জেলা বিএনপির সদস্য মঈনুল ইসলাম শামীম, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, বীরমুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা, আবু হেনা মোস্তফা কামাল মিঠু, মৌসুমি আকতার মিষ্টি প্রমুখ নেতৃবৃন্দ।
আ. দৈ. /কাশেম/মিজান