রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
রাজনীতি
ফ্যাসিবাদীরা বিএনপি'র ব্যানারে ফেরার চেষ্টা ডেসকো’তে!
বিশেষ প্রতিবেদক
Publish: Friday, 22 November, 2024, 7:26 PM  (ভিজিট : 927)

দিনে দুপুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো’র সদর দপ্তরে। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের খোলস পাল্টে বিএনপি বনে যাওয়া ডেসকোর’র কিছু কর্মকর্তা কর্মচারী এই হামলা চালানোর সময় বেধড়ক পিটুনির শিকার হন ডেসকো’র একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তাকে ডেসকো’র সদরদপ্তরের ভেতর থেকে ধরে এনে রাস্তায় ফেলে বেধড়ক মারপিট করেন নব্য এসব বিএনপি’র সমর্থক দাবিদাররা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ সেক্টরের মডেল প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোয় আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থানের মাধ্যমে বিএনপি হয়ে ফেরার চেষ্টা করছে তাদের দোসর প্রেতাত্মারা। এরই অংশ হিসেবে বিএনপির সমর্থকের ব্যানার হাতে সাজানো মানববন্ধন করতে গিয়ে ডেসকো হেডঅফিসে নজিরবিহীন হামলা চালায় তারা। এসময় অফিসের ভেতর ঢুকে একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ধরে এনে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়ে আহত করে তারা। একই হামলায় আহত হন আরো দুজন। চক্রটি পুলিশের হাত থেকে রক্ষা পেতে এরই মাঝে বিক্রি করছে সদ্য সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনারের নাম। 

এদিকে, ঘটনায় খিলক্ষেত থানায় মামলা হলেও অজ্ঞাত কারনে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পাশাপাশি বিষয়টি তদন্তে নিরপেক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে ডেসকো কর্তৃপক্ষ। এ হামলার পর বেড়িয়ে এসেছে বেসরকারি বিদ্যুৎ বিতরণকারি সংস্থাটির সদর দপ্তরের নিরাপত্তাহীনতার চিত্র।  

বিগত ২০১৮ সালে সার্ভিস রুল লঙ্ঘনসহ গুরুতর বিভিন্ন অনিয়মের অভিযোগে টি এম তাওহীদ, মোহাম্মদ আলী এবং মিজানুর রহমানসহ ৮ জনকে চাকুরীচ্যুত করে ডেসকো কর্তৃপক্ষ। তখন এরা সবাই ডেসকো শ্রমিক কর্মচারী লীগের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃত্বে ছিলেন। তারা চাকুরীতে নিজেদের পূর্নবহালের দাবিতে একদল বহিরাগত গুন্ডাপান্ডা সাথে নিয়ে গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) ডেসকো সদর দপ্তরের সামনে মানববন্ধনের চেষ্টা চালায়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের আড়ালে টি এম তাওহীদ, মোহাম্মদ আলী, এস এম আকবরি এবং মিজানুর রহমানের সরাসরি নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ম্যাটেরিয়াল প্ল্যানিং অ্যান্ড স্টোর বিভাগে প্রবেশ করে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের কক্ষে প্রবেশ করে উপর্যুপরি পেটাতে থাকে এবং বলতে থাকে, একে আজ প্রাণেই মেরে ফেলতে হবে। বেধড়ক পিটুনিতে প্রকৌশলী মোস্তাফিজ আধা সজ্ঞাহীন হয়ে পড়লে তাকে তুলে নিয়ে আসায় হয় হেড অফিসের নীচের রাস্তায়। 

এদিকে সিসিটিভির ফুটেজ ও ভিডিওচিত্রে দেখা গেছে, সেসময় ১০/১৫ জন সন্ত্রাসী গোলাকার হয়ে প্রকৌশলী মোস্তাফিজকে পায়ের নীচে ফেলে এলোপাথাড়ী লাথি ও মারধোর করতে থাকে। এক পর্যায়ে জ্ঞান হারান তিনি। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন ডিজিএম অ্যাডমিন সাজেদুল করিম ও পিওন পারভেজ। 

ঘটনার সময় হামলাকারীদের কয়েকটা চড়থাপ্পর খেয়ে রিসিপশনের সিকিউরিটি গার্ডরা ছিলো দর্শক। কিছুক্ষণ পর আয়োজিত মানববন্ধনের নামে আওয়ামী পন্থ’ীরা হামলা কান্ড শেষ করে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে, এ ঘটনাটি নবাগত ব্যবস্থাপনা পরিচালক তথা পুরো প্রতিষ্ঠানের ওপরেই হামলা বলে মনে করছেন ডেসকো'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। অন্যদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে ডেসকোতে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কর্মস্থলে নিরাপদ কর্মপরিবেশের দাবি তোলেন তারা। 

এদিকে, ঘটনার সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম আহমেদ দাপ্তরিক কাজে বিভিন্ন ডিভিশন পরিদর্শনরত ছিলেন। তিনি এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, দোষী কাউকে এক চুলও ছাড় দেয়া হবে না। ঘটনা তদন্তে প্রধান প্রকৌশলী রশিদুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর যথাযথ এবং কঠিন ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে, ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় ডেসকোর পক্ষ থেকে একটি মামলা দায়ের করেছেন। পুলিশও তদন্ত শুরু করেছে। 
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানিয়েছে, এখানে সর্ষের মধ্যেই ভূত রয়েছে। মামলার বাদী ডেপুটি ম্যানেজার রফিকুল নিজেই হামলায় নেতৃত্বদানকারী ডেসকো শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক টি এম তাওহীদের খালু এবং ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (অপারেশন) শরিফুল ইসলামের ভাগ্নে। অভিযোগ উঠেছে এই প্রভাবশালী আত্মীয়দের পরোক্ষ ইন্ধনেই তাওহীদ সরাসরি শীর্ষ নেতৃত্বে থেকে হামলা এবং বিএনপি'র ব্যানার ব্যবহার করে মানববন্ধন পরিকল্পনার এই ধৃষ্টতা দেখিয়েছে।
 
এছাড়া হামলার ঘটনার নেপথ্যে ম্যাটেরিয়াল প্ল্যানিং অ্যান্ড স্টোর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী তানজিমুল আরেফিন খান, সহকারী প্রকৌশলী এ কে এম মোজাম্মেল ও ডিপ্লোমা প্রকৌশলেরসহ কয়েকজন কুচক্রী  নেতাকর্মী এবং কর্মকর্তা-কর্মচারী পরোক্ষভাবে জড়িত রয়েছে বলেও অভিযোগ। ফলে মামলার ভবিষ্যৎ নিয়েই এখন সন্দিহান হয়ে পড়েছেন ভুক্তভোগিরা। এই চক্রটি বিগত কয়েকমাস ডেসকোয় বিভিন্নভাবে চরম অস্থিরতা ও বিশৃঙ্খল কর্মপরিবেশ সৃষ্টি করেছিল।

ডেসকো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের দেওয়া তথ্যমতে- আওয়ামী লীগ ক্ষমতাসীন সময়ে চাকুরীচ্যুতদের মধ্যে ডেসকো শ্রমিক লীগের বিতর্কিত কয়েকজন কর্মচারীর নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও বহিরাগত কিছু সন্ত্রাসী/দুর্বৃত্ত পরিকল্পিতভাবে বিএনপি'র পক্ষে স্লোগান দিয়ে ন্যক্কারজনক হামলা চালায়। সেখানে একাধিক উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীর উপর নজিরবিহীন সন্ত্রাসী হামলা চালানো হয়। যা ডেসকো’র ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে। 

একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নামে স্লোগান দিয়ে এমন ন্যক্কারজনক কাজ করে দলের ভাবমূর্তিও চরমভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। যা সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের পরিকল্পিত কর্মসূচিরই অংশ। ডেসকো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে উক্ত ঘটনা সঠিক তদন্তপূর্বক এমন ঘৃণ্য হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ কঠিন শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়েছে।

যুগ্মসচিব ও ডেসকো'র নবনিযুক্ত নির্বাহী পরিচালক (প্রশাসন) মো: তোফাজ্জল হোসেন হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রতিষ্ঠান ও কর্মরত কর্মীদের ওপর হামলাকারীদের কোন ছাড় নয় উল্লেখ করে বলেন, এদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।  অন্যদিকে, ডেসকো গঠিত তদন্ত কমিটির প্রধান চীফ ইঞ্জিনিয়ার রশিদুর রহমানের সাথে কথা বলতে তার মুঠোফোন নম্বরে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
আ. দৈ. /কাশেম/ এসএস
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারী নির্যাতন বন্ধে আইনের সংশোধন প্রয়োজন: মামুনুল হক
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
রাজনীতি- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝