সিরাজগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে হাজির হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। জেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গত ১৪ নভেম্বর থেকে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় টিম।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ও ইসলামিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে মতবিনিম সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নাজুমুদ্দিন নিজাম বলেন, আগামীর রাষ্ট্রনেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিয়ান হাসনান সজীব, মাইনুল উদ্দিন জিসান, সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সহ-সভাপতি জাকিরুল হাসান জাকির, মুন্সি মাসরুখ ইকবাল নিবিড়, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুজ্জামান জাকির, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব জামান জেবরান, দপ্তর সম্পাদক মোঃ স্বপন সেখসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল নেতা ও কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
আ. দৈনিক/ কাশেম/ নজরুল