নাটোরে নিষিদ্ধ পলিথিন বর্জনে র্যালি, পথসভা ও বাজারে আসা লোকজনের মাঝে প্রায় পাঁচ শতাধিক বিকল্প ব্যাগ বিতরণ করেছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শহরের নিচাবাজার এলাকায় পলিথিনের ব্যবহার রোধে বাজারে জনসচেতনতায় এই কর্মসুচি পালন করা হয়।
ব্যবসায়ীরা জানান, সুন্দর, পরিস্কার, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নাটোর গড়তে পলিথিন বর্জনের কোনো বিকল্প নেই। পরিবেশের প্রাণ ও প্রকৃতি রক্ষায় পলিথিন ব্যাগ সরবরাহের পাশাপাশি ক্রেতা,বিক্রেতাদের সচেতন করা হচ্ছে । বাজারে পলিথিন ব্যবহার বন্ধ হচ্ছে কিনা তা নিয়মিত নজরদারি করা হবে। এজন্য পলেথিন ব্যাগ বর্জন করি, সবাইকে উদ্বুদ্ধ করি এই স্লোগান নিয়ে শহরের নিচাবাজারকে পলিথিন মুক্ত ঘোষণা করা হয়। দেশের অন্যান্য অঞ্চলের লোকজন এই উদ্যোগে দেখে পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে আগ্রহী হবেন বলে প্রত্যাশা করেছেন ব্যবসায়ীরা। দুই দিনব্যাপী এ কর্মসূচিতে দুই হাজার পলেথিনের বিকল্প ব্যাগ সরবরাহ করা হবে বলে জানান তারা।
আ. দৈ. /কাশেম / মাসুদ