নাটোরে লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো, নাটোরের আলাইপুরের মো. রনি (৩৬), তেবাড়িয়ার সবুজ আলী (২৭), সিংড়ার বিলদহর এলাকার এনামুল হক (২৮) এবং নওগাঁর আত্রাইয়ের দাড়িঁয়াগাথি শ্রী মিন্টু কুমার (৩২)।
পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, মঙ্গলবার ভোর রাতে নাটোর শহরের পালপাড়া ও মীরপাড়ায় দুইটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতরা মুখোশ পড়ে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে। পরে নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় গতকাল সদর থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। অির্ভযানে নাটোর ও নওগাঁর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ ঘন্টার মধ্যেই স্বর্ণালংকার, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এই ডাকাতেরা দেশের বিভিন্ন অঞ্চলে সংঘবদ্ধভাবে অভিনব কায়দায় ডাকাতি করে থাকে। এদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত আছে।
আ. দৈ. /কাশেম / মাসুদ