পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে হাসান সরদার (২৭) নামে এক ট্রলি ড্রাইভার কে পিটিয়ে আহত করেন ট্রলি মালিক আজ বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর ) সকাল সারে ৭টায় কালাইয়া বাজার দাগের মাথায় ট্রলি মালিকের রট সিমেন্টের গোডাউনে এই ঘটনা ঘটে।
ট্রলি মালিক মো: জসিম উদ্দিন (৪৫) ও ছেলে মো:শাহিন (২৫) নামে দুই জন তার ড্রাইভার হাসান সরদার কে পিটিয়ে আহত করেন। আহত ট্রলি ড্রাইভার হাসান সরদার জানান, তিনি কয়েক বছর ধরে জসিম উদ্দিন এর গাড়ি চালান গাড়ির কোন কাজ দরকার হলে তার মালিক কে জানালে তাকে মারধর করেন। তিনি বলেন পূর্বে ও তাকে কালাইয়া ইদ্রিসমোল্লা ডিগ্রি কলেজের পিছনে তাকে মারধর করা সহ জীবন নামের হুমকি দেওয়া হয়
এ বিষয়ে গাড়ির মালিক মো: জসিম উদ্দিন এর ছেলে শাহিন এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ও চাকরি ছাড়ার জন্য এসব করছে তাকে কোন মারধর করা হয়নি।
আ. দৈ. /কাশেম / নাজিম