রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫,
৬ মাঘ ১৪৩১
ই-পেপার

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
অর্থ-বাণিজ্য
আগাম লবণ চাষ শুরু হওয়ায়, জমানো লবণ ব্যবসায়ীদের লোকসানের শংকায়
বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ
Publish: Tuesday, 12 November, 2024, 6:46 PM  (ভিজিট : 74)

প্রতি বছরের ন্যায় এবারও কক্সবাজারের কুতুবদিয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে লবন উৎপাদন মওসুমে মাঠে চাষিরা আগাম লবন তুলতে শুরু করেছে । ক্রমেই আগাম লবন উৎপাদনে চাষিরা মাঠে নামছে। নভেম্বরের মাঝামাঝিতে লবন মাঠ তৈরিতে চাষিরা মাঠে নেমে থাকে। তবে চলতি লবন উৎপাদন মওসুমে অক্টোবরে ১৫ তারিখেই নেমেছে মাঠে। ফলে ইতিমধ্যে লবন মাঠে নতুন লবন উঠতে শুরু করেছে । মাসের শুরুতেই গত ৪ তারিখে লবন তুলছে বলে কুতুবদিয়া উপজেলার লেমশীখালীতে লবণ চাষি রবিউল হোসেন জানান।

উপজেলার লেমশীখালী, কৈয়ারবিল, উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ইউনিয়নে লবন চাষ বেশি হয়ে থাকে। আলী আকবর ডেইল ও বড়ঘোপ ইউনিয়নেও কিছুটা চাষ হয়। চলতি লবন মওসুমে কুতুবদিয়া উপজেলায় ৬ হাজার ৫০০ একরের বেশি জমিতে লবন উৎপাদন হচ্ছে বলে স্থানীয় বিসিক সূত্র জানা যায়। উপজেলায় শতাধিকের বেশি লবন ব্যবসায়ি রয়েছেন।  এছাড়া লবন উৎপাদন ছাড়াও শ্রমিক, পরিবহণ, কার্গো বোটে লবন লোড সবই চাষিদের খরচ থেকে কেটে নেয়া হয়। গত বছর বেশ কয়েকবার লবনের দরপতন হয়। বৈরি আবহাওয়া, বৃষ্টি নানা কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। লবনের দাম বৃদ্ধি ও বাহির থেকে লবন আমদানি হবেনা-এমন আশ্বাসে চাষিরা পুরোদমে লবন মাঠ তৈরি ও কাজে ব্যস্ত এখন।

পশ্চিম লেমশীখালী আলী আকবর সিকদার পাড়া মাঠের লবন চাষি নেজাম উদ্দিন বলেন, কার্তিক মাসের প্রথমেই মাঠ তৈরি করছেন। মাত্র ১৭ দিনেই তিনি লবন পেয়েছেন মাঠে। ইতিমধ্যে ৬০ মণ লবন তিনি বিক্রি করেছেন প্রতিমণ ২৫০ টাকা দরে। অথচ পুরাতন লবনের দাম এখন ৩২৫ টাকা মণ। তিনি আরো বলেন, লবন মাঠের শ্রমিমের মূল্য অনেক বেশি। প্রতিদিন  ১জন শ্রমিককে দিতে হচ্ছে ১২০০ টাকা। অনেকে পুরো মওসুমের জন্য (৭ মাস) ১ লক্ষ ৬০ হাজার টাকা। পলিথিন, জমির লাগিয়ত মূল্য, কীটনাশক প্রভৃতি মিলে খরচ অনেক বেশি এবার।  কিন্তু মাঠে লবনের দাম নেই। ভাল উৎপাদন হলে প্রতি একরে ৭০০ মণ লবন উঠতে পারে।

লবন ব্যবসায়ি আব্দুর রহিম বলেন, শতাধিক লবন ব্যবসায়ির প্রায় ১০ লক্ষ মণ পুরাতন লবন বেশি দামে ক্রয় করে গর্তে মজুদ রাখা আছে। যার মূল্য ছিল মণপ্রতি ৪০০ টাকা। এখন পুরাতন লবনের দাম ৩২৫ টাকা। যে কারণে অনেক চাষি ও ব্যবসায়ির প্রচুর লবন মাঠেই পড়ে আছে। ইতিমধ্যে নতুন লবন উঠতে শুরু করেছে। নতুন লবন মানে হালকা থাকে। দামও কম। চলতি মওসুমে দাম নির্ধারিত না হলেও মাঠ পর্যায়ে প্রতিমণ ২৫০ টাকা চলছে।  নারায়নগঞ্জ, খুলনা, চট্টগ্রামের লবন মিলগুলোর ওপর চাহিদা অনুযায়ি চাষিরা ন্যায্য দাম পাবেন বলে তিনি মনে করেন।

স্থানীয় লেমশীখালী বিসিকের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জাকের হোছাইন বলেন, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জন্য উৎপাদনের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারিত হয়নি। নতুন করে জমির পরিমাণও জরীপ হয়নি। অন্তত ৬ হাজার ৫‘শ একর জমিতে লবন উৎপাদন হতে পারে বলে জানান তিনি।  এছাড়া বিসিকের নিজস্ব লবন মাঠ প্রান্তিক চাষিদের মাঝে একসনা লাগিয়ত বন্টন করার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। 

আ. দৈ. /কাশেম/বিজন
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে চেষ্টা করব’
কক্সবাজারের হিন্দু কল্যাণ ট্রাস্টী পরিমল শর্মার সংবর্ধনা
ফরিদপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশে বায়ু দুষণের বছরে ১,০২,৪৫৬ জনের মৃত্যু
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝