মানিকগঞ্জের শিবালয়ে ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার শিবালয়ের মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের অডিউটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা প্রধান অতিথির বক্তব্য দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে কলেজ অধ্যক্ষ খলিলুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলাম বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ছাত্র প্রতিনিধি শফিক আদনান, আকাশ মিয়া প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ১৯৫২ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই-আগষ্টের ছাত্র জনতার অভুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণ সমাজ। আর নতুন এই বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর। তরুণরা কোন পথে চলবে তা দেখিয়ে দিতে হবে শিক্ষক ও অভিভাবকদের। এছাড়া, সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তরুণদেরকে সময় দিতে হবে।#
আ. দৈ. /কাশেম/সুমন