শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জনতাবাণী ও ডিজিটাল জনবার্তার সম্পাদক এম এ গফুর মোল্লাকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এম এ গফুর মোল্লা তাকে নির্বাচিত করায় বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসান ও মহাসচিব মোঃ আল-আমিন শাওন সহ বিটিএসএফ-এর সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এছাড়াও এম এ গফুর মোল্লাকে নির্বাচিত করায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, বোয়ালিয়া প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের কর্মকর্তারা, জনতাবাণী ও ডিজিটাল জনবার্তার সকল সাংবাদিকবৃন্দসহ তার শুভাকাঙ্খিরা। তারা বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের অগ্রগতি কামনা করে ফোরামের সার্বিক কার্যক্রমের ভূয়াসি প্রশংসা করেন।