বাউফলে ইলিকট্রিশিয়ানদেরকে নিয়ে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী ডিভিশন এমইপি গ্রুপ। আজ শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এমইপি গ্রুপের বাউফল উপজেলার পরিবেশক শংকর বনিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এমইপি গ্রুপের বরিশাল ডিভিশনের সহকারি ম্যানেজার মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ডিভিশনের এরিয়া ম্যানেজার মো. আলামিন মিয়া, দৈনিক বার্তা ও আনন্দ টিভি'র পটুয়াখালী জেলা প্রতিনিধি এম. নাজিম উদ্দিন, দৈনিক ভোরের পাতা ও মাই টিভি বাউফল প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক, দৈনিক ভোরের কাগজ'র বাউফল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অতুল চন্দ্র পাল, দৈনিক সমকাল'র বাউফল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিতেন্দ্র নাথ রায় প্রমুখ।
আ. দৈ. /কাশেম/নাজিম