গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে: প্রধান উপদেষ্টাছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) জধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের আয়োজিত একটি সেমিনারে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে মুক্তবুদ্ধি চর্চার সুযোগ তৈরি হয়েছে। একে কাজে লাগাতে হবে। নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল হওয়ার আহবান জানান তিনি।
এসময় বৈশ্বিক মানের গবেষণা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে ড. ইউনূস বলেন, ‘বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বৈজ্ঞানিক চিন্তা এবং গবেষণার মান উন্নয়ন।’ তিনি জানান, বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নেয়ার জন্য সরকার প্রয়োজনীয় সংস্কারের পথে কাজ করছে এবং এই সংস্কারের জন্য সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ করবে।
ড. ইউনূস বলেন, ‘বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে আমাদের আরও সংস্কার এবং উন্নয়ন প্রয়োজন। এজন্য সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। আমরা সবার কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে সেই পথে এগিয়ে যাবো।’
আ. দৈ. / কাশেম