জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুউল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের দ্রুততম আইনের আওতায় এনে বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনেবাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন জেলার সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন জেলার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান, প্রভাষক আবু সাঈদ, প্রভাষক গোলাম মোস্তফাসহ আরো অনেকে।
আ. দৈ./ কাশেম/ মোস্তফা