বরিশাল,পটুয়াখালী,ভোলা,ঝালকাঠি,বরগুণা,মাদারীপুর ও শরিয়তপুর,কৃষি উন্ননয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযৃক্তি মেলা - ২০২৪ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা ১১ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামার বাড়ি,পটুয়াখালী'র উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামার বাড়ি,পটুয়াখালী'র জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ খায়রুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কুষিবিদ এইচ এম শামীম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস, উপসহকারি কুষি কর্মকর্তা মো. আনসার উদ্দিন প্রমুখ। সভাশেষে প্রধান অতিথি কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন স্টোল পরিদর্শন করেন।
আ. দৈ./ কাশেম/ নাজিম