নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মহি উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৫টি রকেট ফ্লেয়ার, ৫টি রামদা, ২টি লোহার সাবল, ৪টি চাপাতি, ১টি ছুরি, ৬টি চায়না করাত ও ২টি হরিণের শিং উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মহি উদ্দিন জলদস্যু মহি বাহিনীর প্রধান।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে মাইজচরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহি উদ্দিন ওই গ্রামের আনছারুল হকের ছেলে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত সকালে মাইজচরা গ্রামে অভিযান চালানো হয়। এসময় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মহি উদ্দিনকে। পরে তার দেখানো তথ্যমতে তার ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার রিফাত আহাম্মেদ বলেন, গ্রেপ্তারকৃত মহি উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সে দীর্ঘদিন এই অঞ্চলের মানুষজনকে জিম্মিকরে বিভিন্ন অপকর্ম করে আসছিলো। তার বিরুদ্ধে হাতিয়া’সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আ. দৈ. /কাশেম/ সাদ্দাম