কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়লো বিমানবন্দর কর্তৃপক্ষ। রোববার থেকে এ বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। এ সিদ্ধান্তের ফলে পর্যটক ও যাত্রীরা এক দিনেই গিয়ে আবার ফিরে আসার সুবিধা পাবেন।
রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন। ব্যবস্থাপক গোলাম মর্তূজা জানান, পর্যটক মৌসুমকে কেন্দ্র করে বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ল। রোববার থেকে কক্সবাজার বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আমাদের নিয়মিত আন্তর্জাতিক এ বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৬-১৭টি ফ্লাইট উঠানামা করেছে। এখন সেটি আরো বাড়বে। ঢাকা থেকে পর্যটক সকালে এসে রাতে ফিরে যেতে পারবেন বলে জানান তিনি। এ ব্যবস্থা গ্রহণের ফলে পর্যটক বাড়বে এবং ভোগান্তিও কমবে পর্যটকদের।
ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে আসা এক পর্যটক বিমানের এ উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন, কয়েকদিন আগে তার এক বন্ধু কক্সবাজারে ঘুরতে এসে নিটোল টাওয়ারে রুম নেন দুই দিনে পাঁচ হাজার টাকায় চুক্তি করে। পরে তাদের থেকে দশ হাজার টাকা দাবি করে আট হাজার টাকা নেন। বর্তমানে বিমানের এ উদ্যোগে পর্যটকরা এধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।
কক্সবাজার মেরিন ড্রাইভ হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ানোর কারণে পর্যটক আরও আসবে। এতে আমাদের ব্যাবসা বাড়বে। ফ্লাইট সংখ্যা বৃদ্ধির মাধ্যমে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে। তবে কক্সবাজারে ঘুরতে আসা অনেক পর্যটক মত প্রকাশ করতে গিয়ে বলেন, বিমানের এ সুযোগের পাশাপাশি, আবাসিক ও খাবারের হোটেল গুলোতে মনিটরিং বৃদ্ধি করলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারলে, আরো পর্যটক এখানে আসতে উৎসাহিত হবে।
আ. দৈ./ কাশেম / বিজন কুমার