সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হলে রাত ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
জানা গেছে, কৃষি গুচ্ছ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান দুই ফটকে ছাত্রদল তাদের দলীয় ব্যানার টানালে কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেলে। ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনায় প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেইটের সামনে সড়কে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। সংঘর্ষ হাতের নাগালের বাইরে হওয়ায় তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিলো না।
সিকৃবি রণক্ষেত্র, ছাত্রদলের কমিটি বাতিল :
এদিকে ব্যানার ছেঁড়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিবাগত রাত গভীরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষে ২৫/৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর পরই কেন্দ্রীয় সংগঠন সিকৃবি শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করেছে।
এ সংঘর্ষের খবরের পরপরই সিকৃবির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রাত ২টার পর দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই এই ইউনিটির নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
আ. দৈ. /কাশেম/রাধে মল্লিক