গতকাল বুধবার (২৩ অক্টোবর) মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ), চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতিত্বে খসড়া ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৪ এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) (২০২২-২০৩৫) সংশোধন বিষয়ক কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মোঃ আব্দুল্লাহ আল মারুফ এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি আরো জানান, উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ হামিদুর রহমান খান। সকাল ১০ টায় প্রধান অতিথির অনুমতি ক্রমে কর্মশালার সূচনা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ)। কর্মশালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ (পরিকল্পনা প্রণয়ন) জনাব মাহফুজা আক্তার 'খসড়া ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৪ এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) (২০২২-২০৩৫)' সংশোধনের বিষয়ে বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত মতামতের স্বারসংক্ষেপ উপস্থাপনা করেন।
উক্ত উপস্থাপনায় ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৪ এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) (২০২২-২০৩৫) কোন মূলনীতির ভিত্তিতে সংশোধন করা হবে, তা সংশোধনের উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে আলোকপাত করা হয়। উপস্থাপনা শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত প্রদান করেন। কর্মশালায় উপস্থিত সকলেই ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৪ এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) (২০২২-২০৩৫) কে আরও সহজবোধ্য, বাস্তবধর্মী এবং বাস্তবায়নযোগ্য করে সংশোধন করার বিষয়ে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।
বুধবারে অনুষ্ঠিত কর্মশালার অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনের পর খসড়া ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৪ এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) (২০২২-২০৩৫) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে কর্মশালার সভাপতি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা মহানগরী বিনির্মাণে একযোগে কাজ করার প্রত্যয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব সৈয়দ মোঃ নুরুল বাসির, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ শামীম আখতার, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি জনাব মীর মনজুরুর রহমান সহ রাজউক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
আ. দৈ. /কাশেম